‘পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে; আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!’ নওগাঁর বলিহার রাজবাড়িটি যেন কবি জীবনানন্দের মতো একই কথা কইছে। যে রাজবাড়ি জৌলুস হারিয়ে এখন কেবল স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। আর সে স্মৃতি শুধু বেদনার বোঝাই…